রাজধানীর মহাখালীতে ২৫০ শয্যা বিশিষ্ট শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্বাস্থ্যখাতের আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
বুধবার (৩১ অক্টোবর) মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, সরকার দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন করেছে। স্বাস্থ্যসেবার উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বেড়েছে।
ভবিষ্যতে ক্ষমতায় এলে দেশের সব বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলেও জানান শেখ হাসিনা।
এসময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন