শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রাম বন্দরের সার্ভিস জেটি উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১১:০৪ এএম

চট্টগ্রাম বন্দরের সার্ভিস জেটি উদ্বোধন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার সকাল ১০টায় বারিক বিল্ডিং মোড় এলাকায় ফলক উম্মোচনের মাধ্যমে সার্ভিস জেটি উদ্বোধন করেন তিনি। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সদস্য মো. জাফর আলম, সচিব মো. ওমর ফারুকসহ নৌ পরিবহন মন্ত্রণালয় ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা তৈয়ব আলী মজিদি। প্রতিমন্ত্রীকে সার্ভিস জেটি সম্পর্কে ব্রিফ করেন প্রকৌশলী মিজানুর রহমান। এরপর তিনি সার্ভিস জেটি কার্যালয়, ভাণ্ডার পরিদর্শন করেন। ৮৮ কোটি টাকা ব্যয়ে বন্দরের অত্যাধুনিক সার্ভিস জেটি নির্মাণ করা হয়েছে। প্রতিমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- বন্দরের জন্য ওয়েস্টার্ন মেরিন থেকে কেনা টাগবোট কাণ্ডারী ৬ হস্তান্তর, ওভার ফ্লো ইয়ার্ড ও সুইমিং কমপ্লেক্স উদ্বোধন। প্রায় ১৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম বন্দরের নতুন কন্টেনার ইয়ার্ড চালু হচ্ছে। চট্টগ্রাম বন্দরের পুরনো ডক লেবার কলোনির পাশে সাড়ে ৩৪ একর জমিতে এই ইয়ার্ডটি নির্মাণ করা হয়েছে। নিউমুরিং ওভার ফ্লো কন্টেনার ইয়ার্ড নামের এই ইয়ার্ডে ১৬ হাজার টিইইউএস কন্টেনার রাখা যাবে। অবশ্য ইয়ার্ডের গ্রাউন্ডে কন্টেনার রাখা যাবে ৪ হাজার। ফোর হাই করে চার স্তরে এই ইয়ার্ডে ১৬ হাজার কন্টেনার রাখার সুযোগ তৈরি করা হয়েছে। এই ইয়ার্ডটি বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনিসিটি) এবং চিটাগাং কন্টেনার টার্মিনালের (সিসিটি) সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওভার ফ্লো ইয়ার্ডের কার্যক্রম পুরোদমে চালু হলে এনসিটি ও সিসিটির মূল জেটি ও ইয়ার্ডের উপর চাপ কমে আসবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন