শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

পানি সরবরাহ স্বাভাবিক হোক

| প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৮ এএম

আমরা মধ্য মনিপুর, মিরপুর-২, ঢাকা-১২১৬ এলাকার বাসিন্দা। বর্তমান সরকার ২০০৯ সালে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রতিশ্রুত ভিশন-২০২১-এর আওতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণার মাধ্যমে এ এলাকায় গ্যাস ও বিদ্যুতের অবিরাম সেবা পাচ্ছি। কিন্তু গত সেপ্টেম্বর ২০১৭ থেকে এ পর্যন্ত স্বনামধন্য মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তা থেকে শুরু করে চেতনা বহুমুখী সমবায় সমিতি, হোল্ডিং নং-৭০০ পর্যন্ত প্রায় ২০০টি হোল্ডিংয়ের আওতায় প্রকট আকারে পানি সরবরাহ বিঘ্ন ঘটছে। ফলে তিন হাজার পরিবার পানির অভাবে অমানবিক জীবনযাপন করছে। গত তিন মাস আগে মিরপুরের ওয়াসা কর্তৃপক্ষ দুর্গন্ধযুক্ত ময়লা পানি সরবরাহ করে। ওই পানি ব্যবহারের মাধ্যমে এ এলাকার বাসিন্দা চর্মরোগসহ পানিবাহিত নানাবিধ রোগে আক্রান্ত হয়ে পড়ছে। এখনও অনেকে ডাক্তারের চিকিৎসাধীন রয়েছেন। গত এক মাস ধরে ওয়াসা কর্তৃপক্ষ কোনো পানি সরবরাহ করছে না, যা এই ঘনবসতির জনপদের মানুষের জীবনধারণ দুর্বিষহ হয়ে উঠেছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এ এলাকা থেকে মাত্র ৩০০ গজ দূরত্বে পার্শ্ববর্তী এলাকায় পর্যাপ্ত পানি সরবরাহ রয়েছে। পানির অভাবে ব্যাংক-হাউস বিল্ডিং ঋণের মাধ্যমে নির্মিত ভবনের ভাড়াটিয়ারা অন্যত্র চলে যাচ্ছেন। ফলে ঋণের কিস্তির টাকা পরিশোধে অন্তরায় হয়ে উঠেছে। পানির অভাব পূরণ করতে ওয়াসা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় টাকা পরিশোধ করেও দিনের পর দিন পানির গাড়ির অপেক্ষা করতে হয়। তাই উল্লিখিত আলোচ্য বিষয়গুলো সদয় বিবেচনা করে আমাদের এ এলাকায় পানির সমস্যা দূরীকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
মো. মাশফেকুর রহমান টিটু
মনিপুর, মিরপুর-২, ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন