আধুনিক ফ্যাশন-সচেতন মানুষ মাত্রই রূপ-চর্চা নিয়ে ভাবেন। কিন্তু এ রূপ-চর্চায় যদি কখনো কোন প্রতিবন্ধকতা আসে, তা হলে দুশ্চিতার অন্ত থাকে না। ব্রণ হলো তেমনি এক অসহনীয় প্রতিবন্ধক। কারণ, এটি মুখশ্রীকে দীর্ঘস্থায়ীভাবে বিকৃত করে তোলে। কিন্তু আর ভাবনা নেই। কারণ, কসমেটিক সার্জারি ‘রেডিও ফালগারেশন’ এখন হাতের নাগালে।
রেডিও ফালগারেশন : এটি এক আধুনিক কসমেটিক সার্জারি, যেটি ত্বকের নরম কোষে ‘রেডিও ওয়েবস’ প্রবাহ করে কোষের পানিকে বাষ্পে পরিণত করে। ফলে কোষগুলো দ্রবীভ‚ত হয়ে যায়। একইভাবে ত্বকের ব্রণগুলো নির্মূল করতে সক্ষম।
প্রতিকার : ব্রণ যেহেতু হরমোন দ্বারা প্রভাবিত। সেহেতু এটি নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্রণের উৎপত্তি স্থলে ব্যাকটেরিয়া জীবাণুর ভূমিকা থাকায় দীর্ঘস্থায়ী এন্টিবায়োটিক সেবন অপরিহার্য। এ জন্য চাই-ধৈর্য ও সচেতনতা।
কিন্তু সকল চিন্তার অবসান ঘটিয়ে বিস্ময়কর কসমেটিক সার্জারি ‘রেডিও ফালগারেশন’ মাত্র এক সেশন চিকিৎসায় কোন পার্শ্ব-ক্রিয়া ছাড়াই সকল ব্রণ নির্মূল করতে সক্ষম।
‘রেডিও ফালগারেশন’ বর্তমান কসমেটিক জগতের এক আধুনিক সংস্করণ। বলতে গেলে, সৌন্দর্য পিপাসুদের জন্য এটি এক রেভ্যুলিউশন। তবে সার্জারিটি গ্রহণ করার পর বেশ কিছু দিন এন্টিবায়োটিক সেবন করতে হবে।
০ ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৭১৯২১৯৪২৯।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন