শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

টনসিল প্রদাহের জটিলতা

অধ্যাপক ডাঃ এম আলমগীর চৌধুরী | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৮ এএম

টনসিল এক ধরনের লিমফয়েড টিস্যু। মানবদেহে গলার ভিতরে দুইপাশে একজোড়া টনসিল থাকে। কোন প্রকার প্রদাহ বা ইনফেকশন হলে আমরা এটাকে টনসিলাইটিস বলি। টনসিলাইটিস একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। টনসিল ইনফেকশন সাধারণত ৩ হতে ১২ বছরের বাচ্চাদের মধ্যে বেশী দেখা যায়। তবে বড়দের ক্ষেত্রে যে একেবারেই হয় না তাও নয়। 

৫০ শতাংশ ক্ষেত্রে দেখা যায় টনসিল ইনফেকশন এর জন্য ভাইরাস দায়ী। ব্যাকটেরিয়াল ইনফেকশন এর জন্যও টনসিলাইটিস হতে পারে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারনত বিটা হেমোলাইটিক স্ট্রোপ্টোকক্কাস দিয়ে হয়। অন্যান্য ব্যাকটেরিয়া দিয়েও টনসিলাইটিস হতে পারে। অনেক ক্ষেত্রে বারবার ঠান্ডা সর্দি লাগা, পুষ্টিহীনতা, পরিবেশ দূষণ, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অপর্যাপ্তও এই ইনফেকশন এর কারণ হতে পারে।
টনসিল ইনফেকশন হলে কিভাবে বুঝবেন-
জ্বর হতে পারে ১০৩-১০৪০ ফারেনহাইট
গায়ে ব্যথা, মাথা ব্যথা, কানে ব্যথা হতে পারে।
গলা ব্যথা ও খাবার গিলতে সমস্যা হতে পারে।
বাচ্চাদের ক্ষেত্রে মুখ দিয়ে লালা পড়তে দেখা যায়।
এরকম সমস্যা যদি হয় আমরা এটাকে তীব্র ইনফেকশন বলি। চিকিৎসকের উপদেশ অনুযায়ী নিয়মিত ভাবে এবং সঠিক সময়ে ঔষধ সেবন করলে এ সমস্যা হতে মুক্তি পাওয়া সম্ভব।
সাধারণত এন্টিবায়োটিক, মাউথ ওয়াশ, ব্যথার ঔষধ, প্রচুর পরিমান পানি গ্রহণ ইত্যাদির মাধ্যমে এই ইনফেকশনের চিকিৎসা করা হয়। কেউ যদি সঠিক ভাবে চিকিৎসা গ্রহণ না করে সেক্ষেত্রে ক্রনিক বা দীর্ঘমেয়াদী ইনফেকশন হয়। দীর্ঘমেয়াদী টনসিল ইনফেকশন যদি বছরে ৪-৫ বার পরপর ২ বছর হয় তবে টনসিল অপারেশন করিয়ে নেয়া ভাল। তা না হলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
নিম্নোক্ত সমস্যা হতে পারে-
টনসিলে ফোঁড়া হতে পারে।
টনসিল এর চারপাশে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে।
কানে ইনফেকশন হতে পারে।
বাতজ্বর বা রিউমেটিক ফিবার হতে পারে।
শ্বাসনালী ফুলে যেতে পারে এমনকি শ্বাসকষ্টও হতে পারে।
জীবানু রক্তে ছড়িয়ে পড়তে পারে।
রক্তের মাধ্যমে জীবানু কিডনীতে ছড়িয়ে গেলে সেখানেও ইনফেকশন হতে পারে।
তাই এ ধরনের সমস্যা হলে অবহেলা করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ মত, ঔষধের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা উচিত। যদি ঔষধে এ সমস্যার সমাধান না হয় তবে টনসিল অপারেশন করে ফেললে ভালো হয়। আমাদের দেশে নিয়মিত টনসিল অপারেশন হচ্ছে। এই অপারেশন অত্যন্ত নিরাপদ এবং ফলপ্রসু। আজকাল আধুনিক আলট্রাসনিক পদ্ধতিতে রক্তপাতহীন সেলাইবিহীন টনসিল অপারেশন করা হয়। যা বাংলাদেশে উক্ত প্রবন্ধের লেখক নিয়মিত করছেন। এই অপারেশন সকালে করে বিকালে রোগী বাসায় যেতে পারে। অপারেশনের পরপরই রোগী মুখে খেতে পারে।

০ নাক, কান, গলা বিশেষজ্ঞ সার্জন
বিভাগীয় প্রধান, ইএনটি বিভাগ
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল,
রোড ৮, ধানমন্ডি, ঢাকা, ০১৯১৯ ২২২ ১৮২
ই-মেইল: alamgir.chowdhury07@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
Huzaifa ৩ মার্চ, ২০১৯, ৫:৪৫ পিএম says : 0
এই পোষ্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম,আমার এই টনসিল ইনফেকশনে ভুগছি ৷ আজ সরকারি মেডিকেলে দেখিয়েছি ৷ ওষুধ দিয়েছে AMOXICILLIN CAPSULE 500 mg, প্যারাসিটামল ট্যাবলেট, METRONIDAZOLE BP 400 mg, ও সেটিরিজিন ট্যাবলেট ৷ জানিনা ঔষুধ গুলো ঠিক আছে কিনা ৷ অপারেশন করাতে কত খরচ হয় সেটা জানতে চাই প্লীজ
Total Reply(0)
MD Arif ১৯ নভেম্বর, ২০১৯, ৭:০৩ এএম says : 0
আমার টনসিল এর ডানপাশের টনসিলটা ছিদ্র ছিদ্র ও তার মধ্যে সাদা সাদা আবরোন কাশির সাথে বেরহয় কোন ধরনের পেইন নাই
Total Reply(0)
সালাম ২৩ আগস্ট, ২০২০, ১১:৫২ এএম says : 0
আামার শরিফ ভাল না টনসিলবেথা
Total Reply(0)
sahabuddin ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫১ পিএম says : 0
good
Total Reply(0)
sahabuddin ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫১ পিএম says : 0
good
Total Reply(0)
Ridoy Islam ৩ মে, ২০২১, ৮:১৪ পিএম says : 0
আমার গলায় প্রচুর ব্যথা এবং গলার ভেতরে টনসিল বেড়ে গেছে যার কারণে আমার প্রচুর ব্যথা হচ্ছে এখন কি আমার কোন ধরনের ওষুধ খাওয়া প্রয়োজন
Total Reply(0)
Kazim Badsha ১৩ জুন, ২০২১, ৯:০৫ এএম says : 0
ঔষধ চাই
Total Reply(0)
Ashfak abir ১৩ জুন, ২০২১, ৯:৩০ এএম says : 0
গলার বাম পাশে টনসিলের ব্যাথা করে,খুব কষ্ট হয়।কিছুই খাইতে পারিনা।কিছু দিন পর পর হয়
Total Reply(0)
কাজী শামীম ৮ জুলাই, ২০২২, ১০:০৯ পিএম says : 0
আমার জিহ্বার গলার ভিতরে গোটা উঠছে। সেই সাথে গোটা গুলো সাদা আর খুব শক্ত ।জিহ্বার সামনে নিচের দিকে একই সময়। দয়া করে জানাবেন সমাধান টা কী।।।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন