শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ ফলপ্রসূ হবে না

রংপুরে এরশাদ

রংপুর থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ঐকফ্রন্টের সাথে আওয়ামী লীগের সংলাপ ফলপ্রসু হবে না। এ নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন, সংবিধান মতে জাতীয় ঐক্যফ্রন্টের দাবিগুলো মানা সম্ভব নয়। এতগুলো লোক নিয়ে কখনোই সংলাপ সফল হয়না। তিনি গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সাথে আলাপ কালে একথা বলেন।
এর আগে তিনি সকাল সাড়ে ১০টায় বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছেন এবং সেখান থেকে সড়ক পথে রংপুর পর্যটন মোটেল আসেন। সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের সাথে আলাপ করেন এরশাদ।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে সাবেক প্রেসিডেন্ট এরশাদ বলেন, বিএনপির অবস্থা এখন খুবই খারাপ। সাত দফা আদায় না হলে শেষ পর্যন্ত বিএনপির নির্বাচনে অংশ না নেয়ার সম্ভাবনাই বেশি।
তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা নির্বাচন করব। প্রার্থীও চ‚ড়ান্ত হয়েছে। প্রস্তুুতিও আছে। তিনি জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে বলেন, আমরা শুরু থেকে ইভিএম ব্যবহারের পক্ষে ছিলাম না। এটার ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষ এখনো তেমনভাবে কিছুই জানে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন