রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দুপুর দেড়টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার।
তিনি জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেন কমলাপুর রেলস্টেশনের রেললাইনে প্রবেশ করছিল। এ সময় ট্রেনের সঙ্গে ওই ব্যক্তির ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরনে কালো রঙের গেঞ্জি ও প্যান্ট রয়েছে। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে বলেও জানান ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন