রাজশাহীতে ট্রেনের ধাক্কায় গতকাল ভোরে ডিঙ্গাডোবা এলাকায় নারগিস বেগম (৪৫) এক গৃহবধু মারা গেছে। সে মহানগরীর লক্ষ্মীপুর বাকির মোড় এলাকার সদর আলীর স্ত্রী। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ভোর ৬টার দিকে রেললাইনের পাশ ধরে হাঁটছিলেন নার্গিস বেগম। এ সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি শাটল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন