টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি লরি রেললাইনের ওপর উঠে যায়। এসময় ট্রেনের ধাক্কায় ওই লরির চালক রহমত আলীর (৫৫) মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি কিশোরগঞ্জে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লবণ ভর্তি একটি ট্রাক উপজেলার আনালিয়াবাড়ি পৌঁছালে অপর দিক থেকে ঢাকাগামী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে লরিটি পাশের রেললাইনের ওপর উঠে যায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি লরিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লরির চালক নিহত হন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন