গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় ট্রেনের সাথে ধাক্কা লেগে এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার সকালে টঙ্গী জংশন ফাঁড়ি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরনে পুরাতন জিন্সের প্যান্ট এবং পুরাতন ছেঁড়া কালো জ্যাকেট রয়েছে। পুলিশের ধারণা, নিহত ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন।
টঙ্গী জংশন ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, আরিচপুর এলাকায় ভোররাতে কোনো ট্রেনের সাথে ওই ব্যক্তির ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন