সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

গ্রিন গ্যালারিতে নেই সবুজ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অনেক সাধ করে বৃটিশ আভিজাত্যের ছোঁয়া লেগেছিলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দালান-কোঠায় ইংরেজি ভাব, গ্যালারিতেও সেই ঐতিহ্য রাখার চেষ্টায় গ্র্যান্ড স্ট্যান্ড লাগোয়া এক টুকরো সবুজ গ্যালারি স্থাপন করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৪ সালের টি-২০ বিশ^কাপের সময় স্পাপিত সেই ‘গ্রিন গ্যালারি’ দু’বছরেই হারিয়েছে রঙ, সঠিত পরিচর্যার অভাবে ফিকে হতে হতে সবুজ গ্যালারি ধারণ করেছে ধুসর রঙে। শুধু রঙই নয়, আর ৭টি ভেন্যু থেকে এই স্টেডিয়ামকে যে মাটির গ্যালারিটি আলাদাভাবে পরিচিত করে, সেই আদও এখনও অনেকটাই বিপদ বাঁধানোর সিঁড়িতে পরিণত। দূর্বা ঘাসের বদলে দেয়া হয়েছে স্থানীয় ‘পারা’ ঘাস। শক্ত এই ঘাস কেটে যে বসার ব্যবস্থা তা আরামদায়ক নয় মোটেই। এমনকি অমসৃন সিঁড়ির মত যে ধাপগুলো আছে সেখান থেকে পা পিছলে পড়ে অঘটনের শিকার হতে পারে যে কেউ যে কোন সময়। এ নিয়ে অবশ্য বিসিবি নতুন করে ভাবছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন