উত্তর : ইসলামসম্মত নয়। ইসলামে পবিত্র কাবা শরিফ ও হাজরে আসওয়াদের সাথে যেমন সম্পর্ক ও আচরণ সুন্নাহসম্মত এর বেশি কিছু করলেও গোনাহ হয়। মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী ও ফিলিস্তিনের বাইতুল মাকদিস এ তিনটি মসজিদ ছাড়া বিশেষভাবে নেকি লাভের উদ্দেশ্যে অন্য কোনো মসজিদে যাওয়ারও বিধান রাখা হয়নি। যে স্থানগুলোকে আল্লাহ ও রাসূল সা. ইসলামের প্রতীক বা বিশেষ মর্যাদার স্থান বলে ঘোষণা দিয়েছেন, সেসব ছাড়া অন্য কোনো স্থাপনা বা জায়গা ইসলামে ‘পবিত্র’, ‘মহান’ ইত্যাদি গুণেও গুণান্বিত নয়। অতএব, বাধ্যতামূলকভাবে কোথাও জুতা খুলে যাওয়া, নত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন, বিশেষ মর্যাদা প্রদান, পবিত্র ও মহান বলে অভিহিত করা ইসলামে অনুমোদিত নয়। যদি করা হয়, তাহলে তা বিদআ’ত কিংবা শরিয়ত বিরোধী হবে।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন