শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আশুলিয়ায় দগ্ধ আরেকজনের মৃত্যু

আশুলিয়া সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:১৫ পিএম
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে পর লাগা আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে আরব আলী তরফদার (৪৫) নামে আরো একজন মারা গেছেন। এনিয়ে এ ঘটনায়  দুই জন মারা গেলেন।
গতকাল সোমবার দিনগত রাত পৌনে ১১ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গত শনিবার সকালে তার স্ত্রী হাসিনা আক্তার (৪০) মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২ নভেম্বর সকালে আশুলিয়ার বেড়ন এলাকার মানিকগঞ্জপাড়া কবরস্থান রোডের আব্দুল হামিদের দোতলা বাড়ির নীচতলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের পর লাগা আগুনে পাঁচজন দগ্ধ হন। দগ্ধ অন্যরা হলেন- আলী তরফদারের ছেলে আবদুর রব (২৫), রবের স্ত্রী রিপা আক্তার (২০), তাদের দেড় বছরের মেয়ে আয়শা আক্তার। তারা ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।  তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার গোয়ালপাড়া গ্রামে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন