সিরাজদিখানে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে বিএনপি’র নাশকতা ও বিভিন্ন অপরাধের মামলায় উপজেলা বিএনপি’র ছাত্রদলের যুগ্ন আহবায়ক ওয়াসিম শেখ, উপজেলা যুব দলের সহ-সভাপতি আব্দুর রহমান রানা, বয়রাগাদী ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আলী, বিএনপি সমর্থক শাহবুদ্দিনকে আটক করা হয়। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) ফরিদ উদ্দিন জানান, নাশকতা মামলাসহ অন্যান্য মামলায় বিএনপির চার নেতাকর্মীকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন