উত্তর : শর্ত লাগিয়ে, পরে ছেড়ে দেওয়ার নিয়ত রেখে বিবাহ করলে সে বিবাহ শুদ্ধ হয় না। গ্রীন কার্ডের জন্য আপনাদের সাজানো বিয়েকে ইসলাম সম্মত বিয়ে বলা যায় না। স্বামী স্ত্রীর মতো নৈকট্য ও আচরণ এমন বিয়েতে বৈধ নয়। অফিসিয়াললি প্রয়োজন মেটানোর জন্য এটিকে একটি নাটক বলা চলে। এমন করলে ভেতরে বাইরে অভিনয়ই করে যেতে হবে। বাস্তব বিবাহ মনে করার কোনো কারণ নেই। যেহেতু বিয়েই হয়নি সুতরাং ডিভোর্স দেওয়া না দেওয়া সমান। কোনো বাড়াবাড়ি হয়ে থাকলে বড় গুনাহ হয়েছে। বাকী জীবন তওবা করে যেতে হবে। এগ্রিমেন্ট ও লেনদেন যা ছিল তা পূরণ করতে হবে। তবে পুরো কাজটিই একটি গুনাহের কাজ হেতু উভয়পক্ষকেই দূরে সরে গিয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও তওবা-ইস্তেগফারের মধ্য দিয়ে এর ক্ষতিপূরণের চেষ্টা চালিয়ে যেতে হবে।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন