সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বোল্টের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মাস খানেক আগে জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন বলে উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির। বুধবার পাকিস্তানের বিপক্ষে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট। ড্যানি মরিসন ও শেন বন্ডের পর তৃতীয় কিউই বোলার হিসেবে একদিনের ক্রিকেটে হ্যাটট্রিক করলেন বোল্ট।
পাকিস্তান ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে ফখর জামান, বাবর আজম ও মোহাম্মাদ হাফিজকে তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বোল্ট। প্রথমে দুর্দান্ত ডেলিভারিতে সরাসরি বোল্ড করেন ফখরকে, পরের ওয়াইড উয়োর্কার বলে খোঁচা মেরে প্রথম স্লিপে ক্যাচ দেন বাবর। বোল্টর হ্যাটট্রিক বলটি ছিল ১৪১ কি.মি/ঘণ্টা গতির। আরো দুর্দান্ত লেন্থ বলটি মোহাম্মাদ হাফিজের প্যাডে আঘাত হানে। রিভিউ নিয়েও লেগ বিফোরের হাত থেকে বাঁচতে পারেননি এই ম্যাচেই আবার বোলিং বৈধতা নিয়ে প্রশ্নের মুখে পড়া হাফিজ। ২৬৭ রানের লক্ষ্যে ৮ রানে তিন উইকেট হারিয়ে পাকিস্তান তখন ধ্বংসস্তুপে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এরপর লড়ছিলেন ইমাম-উল-হক ও শোয়েব মালিক।
এর আগে আবু ধাবিতে অনুষ্ঠেয় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রস টেলর (৮০) ও টম লাথামের (৬৮) ফিফতিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৬ রান করে নিউজিল্যান্ড। শাহিন আফ্রিদি ও শাদব খান নেন চারটি করে উইকেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন