শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বোল্টের মৌসুম সেরা টাইমিং

| প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : লন্ডনে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিটা বেশ ভালোই নিয়ে রাখলেন বিশ্বের দ্রæততম মানব উসাইন বোল্ট। পরশু মোনাকোতে অনুষ্ঠিত ডায়মন্ট লীগের মিটে ১০০ মিটার ইভেন্টে জ্যামাইকান স্প্রিন্টার স্বর্ণপদক জিতেছেন ১০ সেকেন্ডের কম সময় নিয়ে। ‘বজ্র বিদ্যুত’এর বছরের সেরা টাইমিংও এটি।
এর আগে চলতি বছর কিংস্টন ও ওস্ট্রাভায় প্রিয় ১০০ মিটার ইভেন্টে তিনি সময় নেন যথাক্রমে ১০.০৩ ও ১০.০৬ সেকেন্ড। কিন্তু এদিন ৩০ বছর বয়সী ট্র্যাকের রাজা সময় নেন ৯.৯৫ সেকেন্ড। স্তাদে লুইস দ্বিতীয় নামের ১৭ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ভেন্যুতে বিদায়ী মৌসুমে চার বারের অলিম্পিক চ্যাম্পিয়ন পুনরায় বিদ্যুৎ গতিতে লক্ষ্য অতিক্রম করেন। অবশ্য ২০১৭ মৌসুমের সেরা টাইমিংয়ে এটি রয়েছে সপ্তম স্থানে। ৯.৮২ সেকেন্ড সময় নিয়ে মৌসুমের এক নম্বর টাইমিং উপহার দেন যুক্তরাস্ট্রের ক্রিস্টিয়ান কোলম্যান।
দৌড় শেষে বোল্ট বলেন, ‘আমি সঠিক পথেই এগুচ্ছি। এখনো অবশ্য অনেক কাজ করার আছে। ১০ সেকেন্ডর ভেতর দৌড় সম্পন্ন করাটা সব সময়ই ভাল। এটি অবশ্য আমার জন্য ছিল কিছুটা রোমাঞ্চকর। আমাকে প্রচুর শক্তি ক্ষয় করতে হয়েছে।’ অবসর নেয়ার আগে আমামী মাসে লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপে ১০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে দৌড়াবেন বোল্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন