শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর কাছে গায়েবি মামলার তালিকা দিয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ১২:০১ এএম

১ নভেম্বর জাতীয় ঐক্যের নেতৃবৃন্দের সাথে প্রথম সংলাপে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলার তালিকা চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা এবং গায়েবি মামলার তালিকা দিয়েছে দলটি।
গতকাল (বুধবার) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই তালিকা তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল হামিদের কাছে তালিকা তুলে দেন বিএনপি সহ- দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। এসময় আরও উপস্থিত ছিলেন আইনজীবী এড. জিয়াউদ্দিন জিয়া, শরিফুল ইসলাম লিটন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত গায়েবি মামলার সাথে এক চিঠিতে বলা হয়, গত কয়েক বছর ধরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে হাজার হাজার মিথ্যা, উদ্ভট, গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হচ্ছে। যা গতকাল পর্যন্ত অব্যাহত ছিল। গত ১ সেপ্টেম্বর থেকে সারা দেশব্যাপী আইন-শৃঙ্খলাবাহিনী ব্যাপকহারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে গ্রেফতারের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে এবং রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করছে। এধরণেল ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনা নিঃসন্দেহে গভীর উদ্বেগজনক। ন্যূনতম কোন সত্যতা কিংবা প্রমাণ না থাকলেও নেতাকর্মীদেরকে এধরণের বানোয়াট ও হাস্যকর মামলায় প্রতিনিয়ত জড়ানো হচ্ছে। আশ্চর্য হলেও সত্যি যে, বিএনপি ও অঙ্গ সংগঠনের মৃত কিংবা দেশের বাইরে অবস্থানরত ব্যক্তিদেরকেও মিথ্যা মামলায় আসামী করা হয়েছে। চিঠিতে বিএনপি মহাসচিব গায়েবি, মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করে সকল মামলা প্রত্যাহারের অনুরোধ জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন