শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে নেন শহীদ জিয়া

আমিরাতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বিএনপি নেতৃবৃন্দ

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে উল্লেখ করে আরব আমিরাত বিএনপি নেতৃবৃন্দ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে রক্ষা করেছিলেন শহীদ জিয়া। সেদিন সিপাহী জনতার ভালোবাসায় সিক্ত হয়ে জাতিকে নেতৃত্ব দেন এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে নেন তিনি। গত বৃহস্পতিবার রাতে আরব আমিরাতের আল-আইন বিএনপির উদ্যোগে স্থানীয় সুপার রেস্টুরেন্ট হলরুমে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় নেতৃবৃন্দ একথা বলেন। 

আল-আইন বিএনপির সভাপতি শওকত ওসমান রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এবং যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম টিটুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপিসাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির সহ-সভাপতি নূরুল আলম (আলম), বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মৌলভী বাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, আরব আমিরাত বিএনপির সহ-সাধারণ সম্পাদক এস এম ফারুক ও আবুল কালাম আজাদ, আমিরাত বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার সপ্না, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, আল-আইন বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ইলিয়াস চৌধুরী সেলিম, আল-আইন বিএনপির সাবেক নির্বাচন কমিশনার ফারুক খান, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তারেক আহমেদ সাদেক। বক্তব্য রাখেন আল-আইন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল হান্নান, মিরসরাই বিএনপিসাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, আল-আইন বিএনপির নেতা আবদুল্লাহ আল মামুন, বশির আহমেদ, রায়হানুল ইসলাম শামীম, আজিজ পাটোওয়ারী, খায়রুল ইসলাম নিপু, রিপন উদ্দিন রাসেল, মাসুক আহমেদ, কয়েছুর রহমান ও মোহাম্মদ জিহাদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন