বীর মুক্তিযোদ্ধা জাতীয় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে আওয়ামী লীগ কর্মীদের অশালীন আচরণের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে রাজশাহী মহানগর বিএনপি।
সন্ধ্যায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে ফেরার পথে সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এলে তাকে গালিগালাজ দেয়া হয়। একজন দেশবরেণ্য বীর মুক্তিযোদ্ধার প্রতি অশালীন আচরন কোন ভাবেই কাম্য নয়। এই সময় আইন শৃঙ্খলা বাহিনী পাশে থাকলেও তাদের নিরব দর্শকের ভূমিকা পালন জাতির জন্য লজ্জাজনক।
উল্লেখ্য, রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠ থেকে সমাবেশ শেষে গাড়ি করে ফিরছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। গাড়ি রাজশাহী নগরীর কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এলে তার গাড়ি আটকিয়ে তাকে গালিগালাজ দেয়া হয়। এসময় তাকে জাতীয় বেইমান, মীর জাফরসহ বিভিন্ন গালি দেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন