শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জার্মান, ফ্রান্স ও ব্রিটেনকে খাশোগি হত্যার রেকর্ডিং শোনালেন এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১১:৪০ এএম

ইউরোপীয় ৩ দেশ জার্মান, ফ্রান্স ও ব্রিটেনকে খাশোগি হত্যার রেকর্ডিং টেপ দিয়েছে তুরস্ক। শনিবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ কথা জানিয়েছেন।

মূলত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের ওপর চাপ বাড়াতেই এ উদ্যোগ নিয়েছেন এরদোগান।

সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন জামাল খাশোগি। গত মাসে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটের ভেতর বিয়ের কাগজপত্র আনতে গিয়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন।

এরদোগান বলেন, সৌদি সরকারের উচ্চপর্যায়ের নির্দেশ পেয়েই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বব্যাপী আলোড়ন তৈরি হলেও সৌদি আরবের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

বিশ্বের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ ও ওয়াশিংটনের সমর্থক সৌদি আরব মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

প্রথম বিশ্বযুদ্ধের স্মরণে এক অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্স সফরে গেছেন প্রেসিডেন্ট এরদোগান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের পাশে দাঁড়িয়ে এরদোগান বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিনটি দেশ প্রথমবারের মতো এ রেকর্ডিং শুনল।

এরদোগান বলেন, আমরা রেকর্ডিং টেপ দিয়েছি। আমরা এ টেপ সৌদি আরব, যুক্তরাষ্ট্র, জার্মান, ফ্রান্স ও ব্রিটেনকে দিয়েছি। তারা এখানকার সব কথোপকথন শুনেছেন। তারা জানেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন