শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নির্বাচন কমিশনের নির্দেশে বিলবোর্ড অপসারণ অভিযান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী কার্যক্রমের তৎপরতা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের বিধি মোতাবেক ও নির্দেশানুসারে জেলা -উপজেলা প্রশাসন সম্ভাব্য প্রার্থীদের ছবি সম্বলিত ফেস্টুন, ব্যানার, বিলবোর্ড অপসারণের করছে। প্রশাসন সূত্র জানা গেছে, এ বিষয়ে গত শুক্রবার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রির্পোট :

ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠি শহরের বিভিন্ন স্থান থেকে সব ধরণের পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে ঝালকাঠি পৌরসভার একটি দল শহরের বিভিন্ন সড়ক, অফিস এবং রাজনৈতিক দলের কার্যালয় থেকে পোস্টার ও ব্যানার নামিয়ে ফেলে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ জানান, শহর থেকে সম্পূর্ণভাবে পোস্টার ও ব্যানার অপসারণ না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার নেতৃত্বে গতকাল সোমবার বেলা ১১ টার দিকে কালীগঞ্জ শহরের প্রধান সড়কের দু’পাশে সাটানো সকল ফেস্টুন, ব্যানার, বিলবোর্ড অপসারণ করা হয়। কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে মেইন বাসস্ট্যান্ড, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনেসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচলানা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক অভিযান পরিচালনা করা হচ্ছে, পর্যায়ক্রমে কালীগঞ্জ শহরসহ অন্যান্য স্থানেও এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, যারা এসব তৈরী করে ব্যানার সাটিয়েছেন তাদের উদ্দেশ্যে মাইকিং করেও কোন বিলবোর্ড তারা অপসারণ করছেন না। এ জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশদের দিয়ে তাদের ব্যানার, ফেস্টুন অপসারণ হচ্ছে।

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, কাপাসিয়ায় উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরা’র নেতৃত্বে রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শহরের বিভিন্ন স্থানে টানানো ব্যানার, বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন ও তোরণ অপসারন কাজ তদারকি করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন