রাজধানীর মিরপুরে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩) সকাল ৮টার দিকে মিরপুর পশ্চিম কাজীপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, সকালে পশ্চিম কাজীপাড়া ৬৬২/২ এ বাড়ির সামনের রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। নিহতের পরনে লুঙ্গি, শার্ট ও টুপি ছিলো। লাশ ময়নাদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন