সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে গতকাল বুধবার দুপুরে স্মারকলিপি দেয় খুলনা মহানগর বিএনপি। স্মারকলিপিতে বলা হয়, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যফ্রন্ট ৭ দফা দাবিকে সামনে রেখে আন্দোলনের এক পর্যায়ে নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
একটি অবাধ সুষ্ঠু ও ভীতিমুক্ত পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আমাদের প্রস্তাবগুলো হল- নির্বাচনে প্রস্তুতি কাজের জন্য আরও তিন সপ্তাহ পিছিয়ে দিয়ে নির্বাচনী তফসিল পুনঃনির্ধারণ করা, গ্রেফতার অভিযান সম্পূর্ণ বন্ধ, গায়েবি মামলা প্রত্যাহার ও কারাগারে আটক নেতাকর্মীদের আগামী ১ সপ্তাহের মধ্যে নিঃশর্ত মুক্তি, লেভেল প্লেয়িং ফিল্ড ও সকলের সমান সুযোগ সৃষ্টির ব্যবস্থা করা, দল নিরপেক্ষ নির্বাচনী কর্মকর্তা নিয়োগ, বিশেষ করে গত মেয়র নির্বাচনে ভোট ডাকাতিতে সহায়তাকারীদের নির্বাচনের বাহিরে রাখা, আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ রাখা ও মাঠ পর্যায়ে ঢেলে সাজানো এবং সরকারীদের দলের নির্দেশ মান্য না করায় নির্দেশনা দেয়া, প্রতীক প্রদান না করা পর্যন্ত সরকারি দলের প্রচারণা, মহড়া, মোটরসাইকেল র্যালি বন্ধ করা, কোন পর্যায়ে ইভিএম ব্যবহার না করা, ভোটারদের নিরাপত্তা বিধানের প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা, প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা, কালো টাকা দিয়ে ভোটকে প্রভাবিত না করতে পারে তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, সম্ভাব্য প্রিজাইডিং এবং পুলিং অফিসারদের বাড়ি যেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হয়রানি করছে এবং তাদের উপর নজরদারি করছে তা বন্ধ করার পদক্ষেপ গ্রহণ, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রæত পদক্ষেপ গ্রহণ করা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন