শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ত্রিপুরা রাজ্য সরকারকে ৭ দিনের আল্টিমেটাম কংগ্রেসের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ৯:০১ পিএম

ষষ্ঠ পূর্বোত্তর যুব উৎসবে বিরাট কেলেংকারীর অভিযোগ এনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে৷ শুধু তাই নয়, রাজ্য সরকারকে সাত দিনের মধ্যে তদন্ত শুরু করার জন্য আল্টিমেটাম দিয়েছে কংগ্রেস৷ শনিবার সংবাদ সম্মেলনে যুব উৎসবে দুর্নীতির অভিযোগ এনে রাজ্য সরকারের উপর এইভাবেই চাপ বাড়াল প্রদেশ কংগ্রেস৷
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তাপস দে’র কথায়, রাজ্যের ক্ষমতা দখল করেই দায়িত্ব ভুলে গিয়ে বিজেপি-আইপিএফটি জোট সরকার লুটপাট শুরু করে দিয়েছে৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যে যুব উৎসব উদযাপনের জন্য ৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়েছে৷ সেই টাকা লুট চলছে৷ তার অভিযোগ, দরপত্র আহ্বান না করেই কাজের টেন্ডার দেওয়া হয়েছে৷ এর জন্য তিনি যুব ও ক্রীড়া দপ্তরের কর্মকর্তাদেরকে দায়ী করেছেন৷ তার কথায়, সরকারি অর্থ লুটের জন্যই দরপত্র ছাড়াই কাজের বরাত দেওয়া হয়েছে৷ এই দুর্নীতির দায় রাজ্য সরকারকে মাথা পেতে নিতে হবে৷ তিনি বলেন, চারদিনব্যাপী যুব উৎসবে ১২০০ প্রতিনিধি অংশ নেবেন বলে দপ্তরের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল৷ সেই মোতাবেক আয়োজনও করা হয়েছিল৷ কিন্তু, বিভিন্ন রাজ্য থেকে মাত্র ৬২৯ জন প্রতিনিধি এই যুব উৎসবে অংশ নিয়েছেন৷ তিনি আরও বলেন, যুব উৎসবে অংশগ্রহণকারীদের খাবার বাবদ খরচ ৮০ লক্ষ টাকা স্থির করা হয়েছে৷ অথচ, অংশগ্রহণকারীর সংখ্যায় কম হলেও, তাদের উৎকৃষ্ট খাবার সরবরাহ করা হয়নি৷ তার দাবি, যুব উৎসবের বিজ্ঞাপনে ১ কোটি টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছিল দপ্তর৷ কিন্তু, প্রচারের নমুনায় তা প্রতিফলিত হয়নি৷
এদিন প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি যুব উৎসবকে ঘিরে অর্থের নয়ছয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, যুব ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা উদয়ন সিনহা, সহ অধিকর্তা সুমিত দেববর্মা এবং বিপ্লব দত্ত সাথে যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেবকে দায়ী করেছেন৷
যুব উৎসবকে ঘিরে সমস্ত আর্থিক লেনদেনের বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছে প্রদেশ কংগ্রেস, বলেন শ্রী দে৷ তিনি রাজ্য সরকারকে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়ে তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন৷ এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা রাজ্যে বিমান পরিসেবা নিয়ে যে সংকট দেখা দিয়েছে তা দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন। সূত্র: ইউনিইন্ডিয়া।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন