সরকারের অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রমের অন্যতম কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়ন, সেবার পরিধি বৃদ্ধি ও কার্যক্রমকে বেগবান করতে সম্প্রতি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্ট গঠন করা হয়। গতকাল মঙ্গলবার ট্রাষ্টের চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, ভাইস চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার এর লাইন ডাইরেক্টর প্রফেসর ডা. মো. আবুল হাসেম খানসহ ট্রাষ্টের সদস্য ও স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকতা-কর্মচারীরা ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন