শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নাবী সাঃ পালনের নির্দেশ দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন- পীর সাহেব ফান্দাউক দরবার শরীফ

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৮, ৩:৩৩ পিএম

সৃষ্টিকুলের সেরা মহামানব হুজুর পাক সাঃ পবিত্র শুভাগমন হলো উম্মতে মোহাম্মাদী সাঃ এর সর্বশ্রেষ্ঠ নেয়ামত যার আনন্দ উদযাপন করাকে আল্লাহ কুরআনে ফরজ করেছেন। বিশ্বের অনেক দেশের মতো রাষ্ট্রীয়ভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নাবী সাঃ উদযাপনের সরকারি নির্দেশনা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী। দরবার শরীফ কর্তৃক ঈদে মিলাদুন্নাবী সাঃ বরকতময় র‌্যালী পরবর্তী আলোচনা ও ওয়াজ মাহফিলে পীর সাহেব এসব কথা বলেন। গত মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকায় দরবার শরীফের মাদরাসা প্রাঙ্গন থেকে র‌্যালী শুরু হয়ে গুরুত্ব পূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে দরবারের ভক্ত মুরিদ ও আশ পাশের এলাকা থেকে আসা মানুষের শ্লোগানে আনন্দের হিল্লোল বয়ে যায়। সবাই শ্লোগান দিতে থাকে মহানবীর আগমন আজকে মোদের খুশির দিন। বাদ মাগরিব থেকে সারারাত ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে তা'লিম তারবিয়াত ও সভাপতিত্ব করেন দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী, পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দীন আহমাদ আল-হোসাইনী, পীরজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দীক আল-হোসাইনী, পীরজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী। ওয়াজ করেন হাফেজ মাওঃ আবু হানিফ আনোয়ারী, মাওঃ সৈয়দ জাকারিয়া আহমাদ, মাওঃ কামাল উদ্দিন আনসারী, মাওঃ সৈয়দ আবুল কালাম নসরতপুরী প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি শাহআলম মাছুমী দৈনিক ইবকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতা দরবারের খাদেম মুফতী মাওলানা মোযযাম্মিল হক মাছুমী প্রমুখ। সারারাত ব্যাপী মাহফিলের বুধবার বাদ ফজর সারাবিশ্বের সব মুসলমানের শান্তি কামনা করে মিলাদ শরীফ ও দোয়ার মাধ্যমে দরবারের সাহেবজাদা মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী মাহফিলের সমাপ্ত ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন