সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মহিউদ্দীন মিয়াজীর ইসলামী সঙ্গীত পরওয়ারদেগার

মো. ওমর ফারুক,ফেনী: | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

প্রকাশিত হয়েছে ইসলামী সঙ্গীতের কন্ঠশিল্পী মহিউদ্দীন মিয়াজীর নতুন হামদের বারী তায়ালা ‘পরওয়ারদেগার’। তার প্রতিষ্ঠিত সুরধ্বনী শিল্পীগোষ্ঠীর ব্যানারে এটি প্রকাশিত হয়েছে। এর কথা লিখেছেন উপস্থাপক ও আবৃত্তিশিল্পী তাসলিম হায়দার এবং আলাউদ্দীন আরাফাত। সুর করেছেন শিল্পী নিজেই। তবে এ হামদে বারী তায়ালাটিতে নতুনত্ব যোগ করেছে বাংলা, উর্দু ও হিন্দির মিক্সড কথামালা, যা শ্রোতাদের বিমুগ্ধ করবে। এর আগে তাসলিম হায়দারের কথা এবং নিজের সুরে শিল্পী মিয়াজী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন ‘পথ চেয়ে থাকি’ শিরোনামে একটি মায়ের সংগীত। গানটির অডিও-ভিডিও ভার্সন শ্রোতা-দর্শকদের আবেগাপ্লুত করেছিল। গানটি ইউটিউবে অল্পদিনেই ভিউয়ার্স সংখ্যা প্রায় অর্ধকোটি পূর্ণ করেছে। ইসলামী সংগীতে এমন ভিউয়ার্স খুবই বিরল। শিল্পী মিয়াজী জানান, যার হাত ধরে এ পর্যন্ত আসা এবং সংগীত জীবনে যার অবদান অপরিসীম, তিনি হলেন সর্বজন পরিচিত মুখ আন্তর্জাতিক মুফাস্সিরে কোরআন, সাড়া জাগানো বিদ্রোহী কন্ঠশিল্পী, মুফতি শামীম আল-আরকাম। আমাদের সহযোগিতায় এগিয়ে আসেন ফেনীর মেসবাহুল কোর-আন মাদ্রাসা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আলাউদ্দিন আরাফাত ২৩ নভেম্বর, ২০১৮, ২:২৯ পিএম says : 0
আলহামদুলিল্লাহ
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন