শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

মাদকমুক্ত সমাজ চাই

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মাদকাসক্ত ব্যক্তি যেমন নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়, তেমনি পরিবার ও সমাজের জন্যও সে ক্ষতির কারণ হতে পারে। সম্প্রতি মাদকাসক্তি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদকাসক্তির কারণে সংগঠিত বিভিন্ন অপরাধকর্ম যেন খুন-সন্ত্রাস, রাহাজানি প্রভৃতি মহামারী জীবাণুর মতোই সর্বত্র ছড়িয়ে পড়ছে। সম্প্রতি প্রকাশিত সরকারি হিসাব অনুযায়ী দেশে বর্তমানে ৭০ লাখেরও বেশি মাদকাসক্ত রয়েছে। এর মধ্যে ৯১ ভাগই কিশোর, যুবক ও নারী। তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে মরণ নেশার এসব উপকরণ। আর এভাবেই সম্ভাবনাময় ভবিষ্যৎ বিসর্জন দিয়ে ধ্বংসের স্রোতে ভেসে যাচ্ছে অসংখ্য মেধাবী তরুণ-তরুণী। এভাবে চলতে থাকলে দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে; যা কিছুতেই রোধ করা সম্ভব হবে না। তাই আমাদের সবার, বিশেষ করে কিশোর-কিশোরীদের এ ব্যাপারে যথেষ্ট সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমাদের ধর্মীয় বিধি-নিষেধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তবেই আমাদের সমাজ একসময় মাদকমুক্ত হয়ে একটি আদর্শ সমাজে পরিণত হবে।
আজিম উদ্দীন, আরবি বিভাগ, চতুর্থ বর্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন