সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

একযুগ ছিলেন জেলে এখন বিএনপির মনোনয়ন প্রত্যাশী

গাজীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে বিএনপির মোট ১২ জন প্রার্থী মনোনয়ন পাওয়ার জন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কারাভোগকারী রাকিব উদ্দিন সরকার পাপ্পু গাজীপুর-২ আসন থেকে ধানের শীষের প্রার্থী হতে মনোনয়পত্র জমা দিয়েছেন। গাজীপুরের টঙ্গী আউচপাড়ার প্রবীন রাজনৈতিবিদ নবীন সরকারের ছেলে পাপ্পু সরকার প্রায় ৩০ বছর ধরে রাজনীতিতে জড়িয়ে আছেন। পাপ্পু সরকার বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমি ১২ বছর জেল জেল খেটেছি। পরবর্তীতে আদালতে নির্দোষ প্রমাণিত হয়ে গত ৬ মাস আগে কারাগার থেকে মুক্তি পেয়েছি’। বর্তমানে তিনি আবারো রাজনীতিতে সক্রিয় ভ‚মিকা পালন শুরু করেছেন। নবগঠিত মহানগর বিএনপির কমিটিতে তিনি যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। তিনি আরো বলেন, গাজীপুরে আমার চাইতে এত বেশি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার কেউ হয়নি। তিনি বলেন, ধানের শীষের মনোনয়ন পেলে গাজীপুর-২ আসনটি পুনরায় উদ্ধার করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন