শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

হয়রানির অভিযোগের নিন্দা সউদীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কারাগারে নারী অ্যাকটিভিস্টসহ আটকদের জিজ্ঞাসাবাদের সময়ে যৌন হয়রানি ও নির্যাতন করা হয় বলে প্রকাশিত খবরের নিন্দা জানিয়েছে সউদী আরব। এক বিবৃতিতে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করছে রিয়াদ। সউদী সরকার বলেছে, তারা এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করছে। এটা একেবারে ভুল তথ্য। লোহিত সাগরের পশ্চিম উপকূলে দাহবান কারাগারে গত মে থেকে এসব অ্যাকটিভিস্টরা আটক রয়েছেন। তাদের বিদ্যুতের শক ও চাবুক মারার খবর বেরিয়েছে। নির্যাতনে কেউ কেউ দাঁড়াতে কিংবা হাঁটতেও পারছেন না বলে জানিয়েছে অ্যামনেস্টি। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, অন্তত একজন মানবাধিকার কর্মীকে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। তিন নারী মানবাধিকার কর্মীকে জোরপূর্বক চুমো ও আলিঙ্গন করার অভিযোগ পাওয়া গেছে। এমন একসময় বিশ্বের প্রভাবশালী দুটি মানবাধিকার সংস্থা এ প্রতিবেদন দিয়েছে, যখন ইস্তানবুলে সউদী কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডের ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে রয়েছে রিয়াদ। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন