অনেক দিন ধরেই চিত্রনায়ক শাকিল খান একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য এলাকায় কাজ করে যাচ্ছিলেন। বাগেরহাট-৩ আসনে (মংলা-রামপাল) তিনি কাজ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। মনোনয়ন না পাওয়ায় খারাপ লাগা নিয়ে শাকিল খান বলেন, একটুতো কষ্ট পেয়েছিই। আসলে আমার চেয়ে আমার এলাকার মানুষ বেশি কষ্ট পেয়েছেন। আমি এখনো ঢাকায় আছি, তবে মনোনয়নের চ‚ড়ান্ত তালিকা দেয়ার পর থেকে এলাকার মানুষ একের পর এক ফোন করছে। আসলে তারা আমাকে বেশ ভালোবাসতো। আমার হয়ে তারাই আফসোস করছে। আমাকে ফোন করে সান্ত¦না দিচ্ছে। শাকিল খান বলেন, মনোনয়ন না পেলেও কারও না কারও পক্ষে তো কাজ করতে হবে। এছাড়া বিকল্প কিছু নেই। আমাদের দরকার নৌকাকে সামনে নিয়ে যাওয়া। আমরা চাই না, বাগেরহাট-৩ আসন থেকে নৌকার পরাজয় হোক। নৌকার বাইরে যাবো না। মনোনয়ন পাইনি, এর কারণ হতে পারে, হয়তো আমার পরিশ্রম, ত্যাগ নেত্রীর কাছে পৌঁছায়নি। তারপরেও দলের এমন সিদ্ধান্তে কারো উপর আমার কোনো রাগ নেই। আমার নেত্রীকে, তার সিদ্ধান্তকে আমি মনে প্রাণে শ্রদ্ধা করি। তিনি যদি কখনো আমাকে প্রয়োজন মনে করেন, আমি অবশ্যই কাজ করবো। শাকিল বলেন, অনেকেই বলে আমার জন্মস্থান চট্টগ্রাম। এটা পুরোপুরি ভুল। আমার জন্ম বাগেরহাটে। চট্টগ্রামে আমি বড় হয়েছি, লেখাপড়া করেছি। কারণ বাবা সেখানে ব্যবসা করতেন। বাগেরহাট আমার জন্মস্থান বলেই এই আসন থেকে নির্বাচন করতে চেয়েছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন