বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রায়পুরে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীর মতবিনিময়

রায়পুর (লক্ষীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

লক্ষীপুর-২ (রায়পুর ও লক্ষীপুরের আংশিক) আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন জমাদানকারী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (জেএসডি)’র জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বেলাল হোসেন বেলাল বলেছেন, আমরা দেশে সু-শাসন প্রতিষ্ঠার জন্য ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছি।
ব্রিটিশ আমলের আইন চাইনা, সময়পোযোগী ডিজিটাল আইন চাই। আমরা ক্ষমতায় গেলে সু-শাসন প্রতিষ্ঠা করবো, সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবো। তিনি গত বুধবার সন্ধা সাড়ে সাতটার দিকে জাসদ উপজেলা অস্থায়ী কার্যালয়ে এক অনির্ধারিত চা চক্র ও মতবিনিময় কালে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় জে এস ডি’র রায়পুর উপজেলা জাসদ সভাপতি মো. আবুল খায়ের, আবুল বাশারসহ দলের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন আমরা ৪৭ বছর ধরে এ দেশের গণমানুষের কথা বলে আসছি। আমরা কাবিখা, টিআর এর গম ও চালের রাজনীতি করিনা।
এক প্রশ্নের জবাবে বলেন, নিজের জন্য কিংবা নিজের আখের গোছানোর জন্য মনোনয়নপত্র দাখিল করিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন