হাওড়ার জয়পুর হোমের এক মূক ও বধির কিশোরীকে হোমের কর্মীরাই দিনের পর দিন যৌন নির্যাতন করেছে। এমনই অভিযোগ জানানোর পর সেই শুক্রবার গভীর রাতে গ্রেফতার করা হল ওই সরকারি সাহায়তাপ্রাপ্ত হোমের তিন কর্মীকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুর থানা এলাকার পার বাক্সির চিরনবীন নামে সরকারি সাহায্যপ্রাপ্ত হোমে। মূক ও বধির কিশোরীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে উলুবেডড়িয়া মহিলা থানায়। এই ঘটনায় আবাসিকরা জানান, তাঁরা নিরাপত্তহীনতায় ভুগছেন, ওই হোমে থাকা তাঁদের পক্ষে আর সম্ভব নয়। এরপর পুরো ঘটনার কথা জয়পুর থানা-সহ অন্যান্য সরকারি আধিকারিকদের জানান চাইল্ড প্রোটেকশন অফিসার। ইন্ডিয়ান এক্সপ্রেস।
মন্তব্য করুন