রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফরিদপুরে বিএনপির সংবাদ সম্মেলন

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চিত্র নায়িকা সায়েলাকে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে বিএনপি মনোনয়ন না দেওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুরের ভাঙ্গা-সদরপুর-চরভদ্রসন উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল রোববার সকালে জেলার ভাঙ্গা উপজেলার কোর্ট চত্ত¡রে খন্দকার টাওয়ারে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সদরপুর উপজেলার বিএনপির সভাপতি গোলাম রব্বানী। এসময় সদরপুর উপজেলার বিএনপিসাধারণ সম্পাদক বদরুজ্জামান বদু, চরভদ্রসন উপজেলা বিএনপির সভাপতি মোতাজ্জেল মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ সংগঠনের তিন উপজেলার নেতাকর্মীরা অংশ নেয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চিত্র নায়িকা সায়েলার অশ্লিল ভিডিও চিত্র ইতিমধ্যে ভাঙ্গার বিভিন্ন স্থানে প্রদর্শিত হয়ে সমালোচনার সৃষ্টি হচ্ছে। তাকে মনোনয়ন দিয়ে এ আসনে বিএনপির ভড়াডুবি হবে। তাই তারা এ আসন থেকে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়ার দাবী করেন।
পরে স্থানীয় যুবদল ও ছাত্রদল ভাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে কোট চত্ত¡রের সড়কটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন