শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দীর্ঘ দিন পর ক্যামেরার সামনে চিত্রনায়িকা রত্না

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম | আপডেট : ১২:১৩ এএম, ৪ ডিসেম্বর, ২০১৮

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন না চিত্রনায়িকা রত্না। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে পর্দায় ফিরছেন তিনি। রত্না বলেন, দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। একটি বিজ্ঞাপনের কাজ করছি। হোতাপাড়ায় এর শূটিং হয়েছে। খুব শিগগির বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে। তিনি জানান, তার অভিনীত কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। কয়েকটির শূটিং বাকী আছে। সেইসঙ্গে মৌলিক গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে কাজের প্রস্তাব পেলে নতুন করে কাজ শুরু করতে পারি। উল্লেখ্য, ২০০২ সালে সেলিম আজমের কেন ভালোবাসলাম সিনেমার মাধ্যমে ফেরদৌসের নায়িকা হয়ে চলচ্চিত্রে আসেন রত্না। এরপর কাজী হায়াত পরিচালিত ইতিহাস সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৪ সালে সেদিন বৃষ্টি ছিল সিনেমায় তাকে সর্বশেষ দেখা যায়। অভিনয়ের পাশাপাশি তামান্না ফিল্মস নামে প্রযোজনা সংস্থাও গড়ে তুলেছিলেন রত্না। এই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছিল সেদিন বৃষ্টি ছিল সিনেমাটি। এটি যৌথভাবে পরিচালনা করেন শাহিন-সুমন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
mdabdussamadmolla ২১ আগস্ট, ২০২০, ৯:১৮ এএম says : 0
রত্না তার অসাধারন সাফল্য সকল ক্ষেত্রেই রেখেছে।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন