দীর্ঘদিন ধরে সিনেমায় অভিনয় করছেন না চিত্রনায়িকা রত্না। এর মূল কারণ সংসার জীবনের ব্যস্ততা এবং পড়াশোনায় বেশি সময় দেয়া। তবে মাঝে মাঝে নাটকে ও চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও চলচ্চিত্রে দেখা যায়নি। সেই অচলায়তন ভেঙ্গে তিনি আবার চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেছেন। দীর্ঘ চার বছর পর সিনেমার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। সিনেমার নাম ‘কিশোর গ্যাংস্টার’। এটি পরিচালনা করছেন মোসাদ্দেক রহমান ফাগুন। এতে রত্নার বিপরীতে নবাগত এক নায়ককে দেখা যাবে। সিনেমাটির শুটিং গাজীপুরের বিভিন্ন লোকেশনে হচ্ছে। সিনেমায় অনিয়মিত হওয়া প্রসঙ্গে রত্না বলেন, বর্তমানে আমাদের চলচ্চিত্র দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। অনেক দিন ধরেই ভালো সিনেমা হচ্ছে না। ভালো কাজেরও প্রস্তাব পাইনি। ফলে সিনেমা থেকে কিছুটা দূরে ছিলাম। দূরে থাকলেও সবার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হতো। চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতাম। সিনেমার সংকটকালে একটি ভালো সিনেমা দিয়ে বিরতি ভেঙে আবারও কাজে ফিরলাম। তিনি বলেন, বেশ কদিন ধরেই গাজীপুর সিনেমাটির শুটিং করছি। আশা করছি, দ্রুত কাজ শেষ হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। দর্শক একটি ভালো গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, চার বছর আগে রত্না অভিনীত ‘টাইম মেশিন’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। রত্না প্রায় দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন। তার প্রথম সিনেমা ‘কেন ভালোবাসলাম’। এরপর কাজী হায়াতের ‘ইতিহাস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে দর্শকপ্রিয়তা পান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন