রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেতাকর্মীদের মারধর ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগ

নাটোর বিএনপির সংবাদ সম্মেলন, ফরিদপুর-৩

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নাটোরে দলীয় সদস্যদের মারপিট ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। গতকাল সোমবার দুপুরে শহরের আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন টগর সহ দলের নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে বলা হয় একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যখন দলের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোটের প্রচারণায় কাজ করছে তখন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান এমপি শফিকুল ইসলাম শিমুলের পেটোয়া বাহিনী তাদের ওপর হামলা করে মারপিট করে আহত করছে। সোমবার শহরের কাঁঠাল বাড়িয়া এলাকায় জেলা যুবদলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রওশন আলীকে মারপিট করে তার কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ ও তার কাছে থাকা জেলা বিএনপি সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চুর ব্যবহৃত মোটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে গেছে। এ ছাড়াও নির্বাচনী তফশীল ঘোষণার পর থেকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থকদের মারপিট এবং কয়েকটি মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়েছে। সরকারী দল তাদের প্রচারণায় নির্বাচন আচরণবিধিও ভঙ্গ করে চলেছে। বিএনপি নেতৃবৃন্দ এর সুষ্ঠু প্রতিকার দাবী করেছেন। নতুবা এ অবস্থা চলতে থাকলে তাদের নির্বাচনে অংশগ্রহণ অসম্ভব হয়ে পড়বে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন