বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লাইনচ্যুত বগি উদ্ধার, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

সিরাজগঞ্জ সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১১:২৯ এএম

সিরাজগঞ্জের কামারখন্দে ৭ ঘণ্টা পর মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এরপর থেকে ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

গতরাত রাত সোয়া ২ টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের ৫০০ মিটার দূরে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

জামতৈল রেলওয়ে ষ্টেশনের সহকারী ষ্টেশন মাস্টার মারফিন হাসান জানান, সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে আসা লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে রিলিফ এসে রাত ১২টার দিকে কাজ শুরু করে। টানা সোয়া দুই ঘণ্টা উদ্ধার অভিযান শেষে রাত সোয়া ২ টার দিকে লাইনচ্যুত বগিটি নিয়ে রিলিফ ট্রেনটি ছেড়ে যায়। এরপর থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন