নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে মোবাইল চুরির অপবাদ দেওয়ায় বিবি হাজেরা শিরিন (৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর থেকে নিহতের শ্বশুর, শাশুড়ী ও দুই দেবর পলাতক রয়েছে।
রবিবার সকাল ৮টার দিকে চর আমিনুল হক গ্রামের মোস্তফার বাড়ী থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বিবি হাজেরা শিরিন ওই বাড়ীর দীনমজুর মো. ফারুকের স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বিবি হাজেরা শিরিনের দেবর বাদশা মিয়ার ব্যবহৃত একটি স্মার্টফোন চুরি হয়। এই ঘটনার জন্য শ্বশুর মোস্তাফা, শাশুড়ী ও দেবর বাদশা এবং রাজু শিরিনকে দায়ী করে। এ নিয়ে বিকেলে ও সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনাও ঘটে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন