শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চকরিয়া-পেকুয়ায় ধানের শীষ প্রার্থী হাসিনা আহমদের গণসংযোগ, জনগণের ব্যাপক সাড়া

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ৬:৪৯ পিএম

জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ এ কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনে বি.এন.পির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমদ ১০ ডিসেম্বর পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মত বিনিময় করেন।
 
এ সময় তিনি বলেন, চকরিয়া-পেকুয়ার রুপকার তাঁর স্বামী সাবেক মন্ত্রী সালাহ উদ্দীন আহমদ বার বার রাষ্ট্র যন্ত্রের প্রতিহিংসার শিকার হয়ে আসছেন। রাষ্ট্র যন্ত্রের প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে দীর্ঘ ৬২ দিন গুম করে রাখার পর ভারতের শিলং এ ষড়যন্ত্র মুলক ফেলে দিলে এখনো তিনি  আটকে আছেন। 
সেদেশের আইন তাকে নিরপরাধ ঘোষণা করার পরও বর্তমান ক্ষমতাসীন সরকার তার বলিষ্ট রাজনৈতিক দক্ষতায় ভীত হয়ে তাকে দেশে ফিরতে দিচ্ছেনা। তিনি বলেন, আমার স্বামীকে দেশে ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন। তিনি আরো বলেন, অতীতেও আপনারা আমার স্বামীর অবর্তমানে আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করে ঋনী করেছিলেন।
আমি আপনাদেরকে দেয়া কথা মত আপনাদের প্রিয় নেতাকে আপনাদের কাছে ফিরিয় আনছিলাম। এবারও আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এসরকারের গুম হত্যা নিপিড়নের জবাব দেব এবং আপনাদের নেতা সালাহ উদ্দিন আহমেদকে আপনাদের মাঝে ফিরিয়ে আনব 
ইনশাল্লাহ। 
আপনাদের প্রিয় নেতা অবহেলিত শিলখালীর উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে বারবাকিয়া থেকে শিলখালীকে আলাদা ইউনিয়ন প্রতিষ্ঠা করে শিলখালীর সার্বিক উন্নয়ন সাধিত করছিলেন। আগামীতেও আমার স্বামীর অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করতে ধানের শীষে ভোটদিন।
১০ডিসেম্বর এডভোকেট হাসিনা আহমেদ সিকদার পাড়া নিজ বাসভবন থেকে বের হয়ে তার স্বামী বি.এন.পির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের পিতা মাতার কবর জিয়ারতের পর শিলখালী ইউনিয়নের এতিমখানা মাঝের ঘোনা জারুল বুনিয় ও সাপের ঘাড়, কাচারী মোড়া, শিলখালী হাই স্কুল ষ্টেশন, আক্কুমিয়ার কাচারী হয়ে পেঠান মতবরপাড়া হাজীর ঘোনা, চেপটামুড়া, আলীচান মাতবর পাড়া, আলেকদিয়া পাড়া সহ কয়েকটি এলাকায় স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বি.এন.পির সভাপতি ও পেকুয়া সদর ইউপির চেয়ারম্যান এম.বাহাদুর শাহ, উপজেলা বি.এন.পির সিনিয়র সহ সভাপতি ও শিলখালী ইউনিয়ন বি.এন.পির সভাপতি মাষ্টার জুবায়ের, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক ও পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু, উপজেলা বিএন.পির সহ সাংগঠনিক সম্পাদক ইউছুফ রুবেল, শিলখালী ইউনিয়ন বি.এন.পির সি.সহ সভাপতি ও শিলখালী ইউপির চেয়ারম্যান নুরুল হোছাইন, ইউনিয়ন বি.এনপির সাধারণ সম্পাদক উপজেলা যুবদলের সভাপতি মোসলেম উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আহছান উল্লাহ, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন। উপজেলা ছাত্র দলের সভাপতি সোহেল আজিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোছাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকিক মামুন, সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ ছাত্রদলনেতা এরশাদ, যুবদলনেতা ডা.আবদুর রহিম। 
শিলখালী ইউনিয়ন বি.এন.পির সহ সভাপতি আবদুর রশিদ, আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজগর আলী,যুবদলের আবদুল আওয়াল, মোজাহেরুল ইসলাম জাহেদ, আহমদ শফি এম.ইউপি, স্বেচ্ছাসেবক দলের মিজানুর রহমান, রাশেদ এলাহী, ছাত্রদলের আবদুল আলী, তরুণ প্রজন্ম দলের নুরুচ্ছফা সহ বি.এন.পি যুবদল ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন