বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাবনা-৩ আসনে লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির, শেষ মূহুর্তের গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১০:২৮ এএম

পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলতঃ আওয়ামী লীগের নৌকার প্রার্থী মোঃ মকবুল হোসেন ও বিএনপিধানের শীষের প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের মধ্যে।প্রার্থীরা শেষ মূহুর্তের প্রচারনা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এ আসনটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমজমাট হয়ে উঠেছে প্রচার-প্রচারণা। আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মোঃ মকবুল হোসেন নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে তৃণমূল পর্যায়ে গণসংযোগ শুরু করেছিলেন। প্রতীক বরাদ্দের পর পূর্ণদমে উপজেলায় দিনভর গনসংযোগ, সভা-সমাবেশ ও মিছিল মিটিং করে বেড়াচ্ছেন। বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামও সভা ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন। এবারের নির্বাচনে এই আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দুই প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওঃ মোঃ আঃ মুত্তালিব মাস্টার (হাতপাখা) ও গণতন্ত্রী পার্টির মোঃ খায়রুল আলম (কবুতর)। এ আসনে যিনি সাংসদ নির্বাচিত হন, সেই দলই বারবার সরকার গঠণ করে। এ কারণে আসনটি জেলায় গুরুত্বপূর্ণ। এই আসন থেকে বিএনপি, আওয়ামীলীগ ও জাতীয় পার্টির এমপি সংসদে প্রতিনিধিত্ব করেছেন। পাবনা ৩ আসনের নির্বাচনের মাঠ মূলতঃ আওয়ামী লীগের দখলে রয়েছে। এই আসনটি আওয়ামী লীগ চায় ধরে রাখতে আর বিএনপি মরিয়া পুনরুদ্ধারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন