বিনোদন ডেস্ক : ‘আমাদের মনের কথা’র আজকের পর্বে বিয়ের নামে প্রতারণা করা সুলতানার মুখোমুখি হচ্ছেন শামীম শাহেদ। নিজের বিয়ের আশায় প্রতারকচক্রের ফাঁদে পা রাখেন সুলতানা। পরবর্তিতে নিজেই পাত্রী সেজে প্রতারণা করতেন। হয়ে ওঠেন বিয়ের নামে প্রতারকদলের একজন। বিস্তারিত জানা যাবে আজকের পর্বে। প্রতিনিয়তই আমাদের আশপাশে ঘটে চলেছে নানা ধরনের অপরাধ। সেইসব অপরাধী কিংবা যারা ভুক্তভোগী তাদের কথা শুনব আমরা ‘আমাদের মনের কথা’ অনুষ্ঠানে। শামীম শাহেদের উপস্থাপনায় পর্দার আড়ালে বসা বিয়ের নামে প্রতারণা করা সুলতানার এই সাক্ষাৎকার প্রচার হবে আজ রাত ৯টা ০৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন