বাংলাদেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন লোক নাট্যদল (বনানী) মঞ্চে নিয়ে এসেছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নতুন নাটক ‘ঠিকানা’। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সন্ধ্যা ৬টায় নাটকটির আনুষ্ঠানিক মঞ্চায়ন হবে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে। ঠিকানা নাটকের আনুষ্ঠানিক মঞ্চায়নের শুভ সূচনা করবেন নাট্যজন মামুনুর রশিদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বানিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিজুল ইসলাম, নাট্যজন ম. হামিদ। লোক নাট্যদলের উপদেষ্টা মোহিনী মোহন চক্রবর্ত্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বাংলা মঞ্চ নাটকের অন্যতম প্রবাদ পুরুষ নাট্যকার, অভিনেতা ও নির্দেশক উৎপল দত্ত ‘ঠিকানা’ নাটকটি রচনা করেন ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এবং মুক্তিযুদ্ধ চলাকালেই ২ আগস্ট ১৯৭১ সালে কলকাতায় নাটকটি মঞ্চস্থ হয়। মূলতঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রচিত এ নাটকটি বাঙালির আত্মত্যাগের একটি অসামান্য আখ্যান। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ‘ঠিকানা’ নাটকটির নির্দেশনা দিয়েছেন ভারতের পুণে বিশ্ববিদ্যালয় থেকে নাট্যশাস্ত্রে পিএইচডি ডিগ্রী অর্জনকারী লোক নাট্যদল (বনানী)’র সিনিয়র সদস্য ড. প্রণবানন্দ চক্রবর্ত্তী। লোক নাট্যদলের ২৮তম প্রযোজনা ‘ঠিকানা’ নাটকে অভিনয় করেছেন সামসাদ বেগম, ইউজিন গমেজ, হাফিজুর রহমান, প্রণবানন্দ চক্রবর্ত্তী, মনিকা বিশ^াস, সাদেক ইসলাম, অন্দ্রিলা অদিতি দাস, মোজাক্কির আলম রাফান, সোহেল মাসুদ, আরিফ আহম্মেদ, তনয় মজুমদার, সুধাংশু নাথ, তানজিনা রহমান, জসিমউদ্দিন খান, আবদুল্লাহ আল হারুন বাসুদেব হালদার, মিনহাজুল হুদা দীপ। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন জাহিদুর রহমান পিপলু, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান। সংগীত পরিকল্পনা করেছেন মুজাহিদুল হক লেনিন, পোষাক পরিকল্পনায় কামরুন নূর চৌধুরী, রূপসজ্জায় জনি সেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন