শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ময়মনসিংহ-২ আসনে নৌকার পক্ষে আ.লীগের বিশাল শোডাউন

ফুলপুর(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ৬:৫৮ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ফুলপুর উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সহযোগি সংগঠন বৃহস্পতিবার বিকালে নৌকার পক্ষে বিশাল শোডাউন করেছে। নৌকার বিশাল শোডাউনের গণমিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকার মাঝি বর্তমান সংসদ সদস্য শরীফ আহমেদ। শেরপুর রোড থেকে শুরু হয়ে " বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, শরীফ ভাইয়ের নৌকা, উন্নয়নের নৌকা সহ বিভিন্ন শ্লোগানে বিশাল মিছিলটি বালিয়ার মোড়, কাজিয়ান্দা হয়ে আবার শেরপুর রোড দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। নৌকার মিছিলে কয়েক হাজার লোকের হাতে ছিল বৈঠা। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকার মাঝি বর্তমান সংসদ সদস্য শরীফ আহমেদকে সামনে রেখে বাদ্যযন্ত্রের তালে তালে বৈঠা হাতে সবাই নৌকার শ্লোগান দিয়েছে।
এ সময় নৌকার মাঝি শরীফ আহমেদের সাথে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা এমএ হাকিম সরকার, জেলা আওয়ামী লীগ সদস্য শাহ্ কুতুব চৌধুরী, উপজেলা আ'লীগের যুগ্ম আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান,আওয়ামীলীগ নেতা সাবেক মেয়র মোঃ শাহজাহান, শশধর সেন, পৌর আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক আতাউল করিম রাসেল, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, আওয়ামীলীগ নেতা ছাইফুল ইসলাম, ওবায়দুল হক, আলা উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মনিরুল হাসান টিটু, যুবলীগ নেতা বাদশা আলমগীর, দেলোয়ার হোসেন, তানজিল আহমেদ সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন