মহান বিজয় দিবস উপলক্ষে নাটক ‘বিসর্জন ৭১’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫মিনিটে। সুমন আনোয়ার-এর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মুনিরা মিঠু, জাকিয়া বারী মম, আহসান হাবিব নাসিম, শ্যামল মাওলা, সুজাত শিমূল প্রমুখ। মুক্তিযুদ্ধ শুরুর সময়, ঢাকা, ১৯৭১ সাল। ঘরে ঘরে হত্যাযজ্ঞ চালাতে থাকে হানাদার বাহিনী, হত্যা, ধর্ষণ আর গোলাগুলিতে প্রকম্পিত হয়ে উঠে পুরনো ঢাকার শাঁখারি বাজার। উপায় অন্তর না দেখে এক ঘরে খাটের নীচে শহীদ তার স্ত্রীকে লুকিয়ে রাখে, শহীদ এর বোন পুরো পরিবার রক্ষার দ্বায়িত্ব কাঁধে তুলে নেয়, হানাদার বাহিনী শহীদের বাড়ীর দরজায় নক করলে তার বোন দরজা খুলে দেয়, তখন শহীদের স্ত্রী কাঁশি দিচ্ছিলো, শহীদ তার মুখ চেপে ধরে, মিলিটারী শহীদের বোনকে তুলে নিয়ে গেলে, পুরো পরিবার মিলে যখন টেনে শহীদের স্ত্রীকে চকির নীচ থেকে বের করে ততক্ষনে শহীদের স্ত্রী মারা যায়, তারপর দীর্ঘ সময় পর সকলে চকির নীচে একটা শিশুর কান্না শুনতে পায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন