শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চূড়ান্ত হল ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ থেকে জনি ডেপের বাদ পড়া

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

এতোগুলো বছর তিনি সাফল্যের সঙ্গে এই ভূমিকায় অভিনয় করেছেন তাতে জনি ডেপ ক্যাপ্টেন জ্যাক স্প্যারো নামেই পরিচিত হয়েছেন। কিন্তু আর নয় ‘পাইরেট অফ দ্য ক্যারিবিয়ান’ সিরিজের প্রযোজনা প্রধান শন বেইলি জানিয়েছেন ডেপ আর জলদস্যু সর্দার জ্যাক স্প্যারোর ভূমিকায় ফিরবেন না। হলিউড রিপোর্টারের সঙ্গে এক সাক্ষাতকারে বেইলি বলেছেন, “পল ভেরনিক আর রেট রিজের চিত্রনাট্যে ‘পাইরেট অফ দ্য ক্যারিবিয়ান’ রিবুট জনি ডেপকে ছাড়াই নির্মিত হবে।” তিনি আরও বলেন, “আমরা এই সিরিজে নতুন শক্তি আর প্রাণ যোগ করতে চাই। আমি ‘পাইরেট অফ দ্য ক্যারিবিয়ান’ চলচ্ছিত্রগুলো পছন্দ করি, তবে পল আর রেটকে দলে আনার অন্যতম কারণ হল তারা এতে নতুন চমক যোগ করবেন। আর আমি তাদের সেই দায়িত্বই দিয়েছি।” গত অক্টোবরে এক রেড কার্পেট সাক্ষাতকারে সিরিজের মূল কাহিনীকার স্টুয়ার্ট বিটি আভাস দিয়েছিলেন জনি ডেপ আগামী পর্বে নাও থাকতে পারেন। তিনি বলেছিলেন ডেপের সময়ে তিনি অসাধারণ কাজ করেছেন। জনি ডেপ (৫৫) ১৪ বছরে পাঁচটি ‘পাইরেট অফ দ্য ক্যারিবিয়ান’ পর্বে অভিনয় করেছেন: ফিল্মগুলো আয় করেছে ৪.৫ বিলিয়ন ডলার। সিরিজের সর্বশেষ পর্ব ‘ডেড মেন টেলস নো টেলস’ ২০১৫তে মুক্তি পেয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন