পরিকল্পনা মত মারগো রবিকে নিয়েই এগোবে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ৬’, জনি ডেপকে নিয়ে সিরিজের শেষ পর্বটি মুক্তি পাবার পাঁচ বছর হয়ে গেছে। শেষ পর্বগুলোতে ডেপের সঙ্গে ছিলেন কিরা নাইটলি, অরল্যান্ডো ব্লুম , পেনিলোপি ক্রুজ এবং অন্যরা। স্ত্রী অ্যাম্বার হার্ডকে নির্যাতনের অভিযোগে ডিজনি ডেপকে বাদ দেয়ার পর হার্ডের বিরুদ্ধে অভিনেতার মানহানি মামলা এখন আলোচনার শীর্ষে। ভক্তরা ডেপকে সিরিজে ফিরিয়ে আনার জন্য সামাজিক মাধ্যমে সোচ্চার। এর মধ্যে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ৬’ আবার আলোচনায় এসেছে। প্রযোজক জেরি ব্রাকহাইমার জানিয়েছেন, ফিল্মটি এখন নির্মাণ প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে আছে। তিনি বলেছেন, হ্যাঁ, আমরা মারগো রবির সঙ্গে আলাপ করে যাচ্ছি। তিনি আরও জানান, তারা দুটি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন, যার একটিতে মারগো আছেন, অন্যটিতে নেই। তিনি ডেপের জ্যাক স্প্যারো চরিত্রটি নিয়ে বলেছেন, এখনও ভাবা হচ্ছে না, এখনও নিশ্চিত নয়। তবে, স্প্যারোকে নিয়ে একটি চিত্রনাট্য লেখা হলেও ডেপ জানিয়েছেন, ৩০০ মিলিয়ন ডলারের বিনিময়েও তিনি ষষ্ঠ পর্বে ফিরবেন না। উল্লেখ্য এই অর্থ তিনি পাঁচটি পর্ব থেকে আয় করেছেন। জানা যায়, এর আগে চরিত্রটির পরিণতি কী হবে সেজন্য ডেপকে চিত্রনাট্য লেখার প্রস্তাব দেয়া হয়েছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন