রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে রিফাত (১৮) নামে এক তরুনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সজীব (১৯) নামে আরেক আরোহী আহত হয়েছেন। গত রোববার রাতে হাতিরঝিল সড়কে এ দুর্ঘটনা ঘটে। তারা দু’জনে বন্ধু ছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, গতকাল রাতে গুরুতর আহত অবস্থায় রিফাত ও সজীবকে ঢামেক হাসপাতালে আনা হলে রাত পৌনে ৩টার দিকে চিকিৎসকরা রিফাতকে মৃত ঘোষণা করেন। আহত সজীবকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে গেছেন স্বজনরা। নিহত রিফাত আগারগাঁও তালতলা সরকারী স্টাফ কোয়ার্টার এলাকার লিটন মিয়ার ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন