নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে বিএনপির ৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এরা হলো, সদর উপজেলার জামালপুর ভোটকেন্দ্র প্রধান জহিরুল হক মেম্বার, পূর্ব চরবাটা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বিশ্বজিৎ চন্দ্র নাথ ও চরক্লার্ক জনতা বাজারের ব্যবসায়ী মো. ইউসুফ। পুলিশ বিনা ওয়ারেন্টে এদেরকে আটক করে বলে বিএনপির মিডিয়া সেল অভিযোগ করেছে।
অপরদিকে নেয়ারপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর যুবদলের যুগ্ন সম্পাদক বাবুর বাড়িতে হামলা অভিযোগ করেছে বিএনপি। এছাড়া চরক্লার্ক ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবদল ইউপি সভাপতি কামাল উদ্দিনের বাড়ি, নেয়াজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জাহানাবাদ ভুলু মেম্বারের বাড়ি ভাঙ্গচুর ও বিভিন্ন স্থানে প্রচারণা গাড়ি ভাঙ্গচুর করে।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থী, সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান এক লিখিত বিবৃতিতে অভিযোগ করেন যে, বিভিন্ন স্থানে বিনা ওয়ারেন্টে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, ভাঙ্গচুর ও সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এযাবত আটককৃতের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠ পরিবেশ সৃষ্টি, নেতাকর্মী ও ধানের শীষ মার্কার হয়রানি বন্ধসহ সকল প্রার্তীর সমান সূযোগ নিশ্চিত করার দাবী জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন